বাংলা জিকে = বিজ্ঞান সংক্রান্ত পার্ট ২ ডাউনলোড করে নিন

Hello, সবাই কেমন আছেন আশা করি সবাই কুশলে আছেন ,

সবার প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইটে  স্বাগত জানাই । এটি একটি সরকারি চাকরি পরীক্ষাথি যারা সরকারি চাকরির পরীক্ষা দিছেন তাদের কিছুটা সাহায়্যের জন্য এই ওয়েবসাইট । আশা রাখি এই ওয়েবসাইট থেকে আপনার কিছু হলেও উপকার পাবেন । তো আমার সকল বাঙালি ভাই বোনদের প্রতি নিবেদন যে আপনার যদি এই ওয়েবসাইটি ১ % যে কোন তথ্য ভালো লাগে তো  করে শেয়ার করতে ভুলবেন না । আপনাদের যদি কোন বই বা স্পেশাল কোন PDF দরকার হয় তো এই ওয়েবসাইট ভিজিট করুন লিঙ্ক

1 জমি জরিপের প্রথা কে চালু করেন? শেরশাহ

2 প্রথম আলো উপন্যাস কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়।

3 হাজারীবাগ জাতীয় পার্ক কোথায় অবস্থিত? ঝাড়খন্ড

4 পশ্চিমবঙ্গের নবতম জেলার পশ্চিম বর্ধমান 23 তম (7এপ্রিল) ঝাড়গ্রাম 22তম (4এপ্রিল)

5 কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়? ১৮৬২সালে

6 দূরের জিনিষ দেখার জন্য কোন লেন্স ব্যাবহার করা হয়? উত্তল লেন্স

7 জটায়ু চরিত্র কার সৃষ্টি? সত্যজিৎ রায়।

৪ আলীগড় আংলো ওরিয়েন্টাল কলেজ কবে স্থাপিত হয়? ১৮৭৫ স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে।

9 ত্রিফলা কি? আমলকি,বহেড়া ও হরিতকী (ভিটামিন C)

10 কচুরিপানা কোন প্রক্রিয়ায় বংশবিস্তার করে? অঙ্গজ জনন

11 প্রফুল্ল হালদানকরের নাম (Prafulla Haldankar) কোন খেলার সঙ্গে জড়িত? টেবল টেনিস।

12 দা সিক্রেট কর্ড (The Secret Chord) – কার লেখা উপন্যাস? জেরাল্ডিন ব্রুকস

13 ১৮ বছর বয়সে ভোটাধিকার- কার্যকর হয় কোন সাধারণ নির্বাচন থেকে? ১৯৮৯ সালের নির্বাচন থেকে।

14 The Environment Protection Act of India কত সালে পাশ হয়? ১৯৮৬

15 ২০১৬ মেডিসিনে নাোবেল কে পেযেছেন? ইয়োশিনাোরি ওসুমি (Yoshinori Ohsumi)

16 চিঠিপত্র পাঠাতে লাগে PIN। এই PIN-এর পুরো কথা কী? পাোস্টাল ইনডেক্স নম্বর

17 MPEG -এর পুরাো কথা কী ? মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ

18 UPSC-র চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি

19 অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? হায়দরাবাদ

20 কোন অধিকার বর্তমানে আর মৌলিক অধিকার ন্য? সম্পত্তির অধিকার

21 ‘Now or never’ শীর্ষক পুস্তিকা প্রকাশ করেন? চৌধুরী রহমত আলী

22 ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হতো? বাসুদেব বলবন্ত ফাদকে

23 সেন বংশের প্রধান স্বাধীন রাজা? বিজয় সেন।

24 বুদ্ধদেব কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন? পালি ভাষা

25 ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হত? আলান অক্টাভিয়ান হিউম

26 আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন কে? এরিস্টটল।

27 ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় কাকে? রাজা রামমোহন রায়

2৪ হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয় কত সালে? ১৮১৭ খ্রিস্টাব্দে।

29 ‘কথোপকথন, ইতিহামালা’ গ্রন্থটির রচয়িতা? উইলিয়াম কেরি

30 চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিশ 1793

 

ইউটিউবে আপনি যে ভিডিও টি দেখেছেন তার PDF ডাউনলোড           লিঙ্ক

ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ,

যদি আপনি ইউটিউবে ভিডিও টি না দেখেন তো দেখে নিতে পারনে       লিঙ্ক 

 

 

Comments

comments

2 Comments

Leave a Comment