সাধারন বিজ্ঞান সংক্রান্ত বাংলা জিকে ডাউনলোড করে নিন একদম ফ্রী তে

 Hello, সবাই কেমন আছেন আশা করি সবাই কুশলে আছেন ,
সবার প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইটে  স্বাগত জানাই । এটি একটি সরকারি চাকরি পরীক্ষাথি যারা সরকারি চাকরির পরীক্ষা দিছেন তাদের কিছুটা সাহায়্যের জন্য এই ওয়েবসাইট । আশা রাখি এই ওয়েবসাইট থেকে আপনার কিছু হলেও উপকার পাবেন । তো আমার সকল বাঙালি ভাই বোনদের প্রতি নিবেদন যে আপনার যদি এই ওয়েবসাইটি ১ % যে কোন তথ্য ভালো লাগে তো  করে শেয়ার করতে ভুলবেন না । আপনাদের যদি কোন বই বা স্পেশাল কোন PDF দরকার হয় তো এই ওয়েবসাইট ভিজিট করুন লিঙ্ক ।  আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি
 
1 .“নতুন জগৎ”(New World) বলা হত কোন মহাদেশকে?    আমেরিকা মহাদেশকে

 

2 উত্তমাশা অন্তরীপ কোথায় অবস্থিত? আফ্রিকার দক্ষিণতম প্রান্তে।

3 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট

4  চাঁদের আয়েগিরির স্বালামুখকে কী বলা হয়? মেরিয়া

5 বেঙ্গল গেজেটের প্রথম প্রকাশকাল কত? ১৭৮০

6 সংসদের “জিরো আওয়ার” কী? জিরো আওয়ারো জনস্বার্থ বিষয়ক কোনও ইস্যু জরুরিকালীন ভিত্তিতে সংসদে তোলা হয়

7 টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড কার দখলে  মিসবা-উল-হক (২১ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি।

৪ ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ১০০ বছরের যুদ্ধ কে শুরু করেন  ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরি

9 টেস্ট ক্রিকেটে একটি ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কার দখলে? ইংল্যান্ডের বোলার জিম লেকার (একটি টেস্টে ১৯টি উইকেট নেন তিনি।

10 স্বর্ণ শহর কাকে বলা হয়? জোহানেসবার্গ ।

11.গুগলের (Google) CEO কে? সুন্দর পিচাই

12 দা কাউন্ট অফ মন্টে ক্রিস্টো (The Count of Monte Cristo) উপন্যাসটি কার লেখা? আলেকজান্ডার ভুমা।

13 টেলিফোনের আবিষ্কারক কে? আলেকজান্ডার গ্রাহাম বেল

14 ১৯৭২ সালের বিখ্যাতু ফিল্ম দ গডফাদার, পরিচালক ফ্রান্সিস ফোর্ড কোপ্পোলা এর লেখক কে? মারিও পুজো

15 এক্সাইজ ডিউটি কী ধৱনের কর? পরোক্ষ কর

16 ইয়ানলু আংবো নদীটি ভারতে কী নামে পরিচিত? ব্ৰহ্মপুত্র ।

17. জম্মু ও কাশ্মীরে মোট কটি জেলার ২২টি

1৪ অমৃতবাজার পত্রিকার প্রথম প্রকাশকাল কত? ১৮৬৮ সাল

19 ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? সি কে নাইডু

20 বাংলার রাজ্যগ্ৰাণী কোনটি? মেছো বিড়াল (Fishing Cat)

21 ব্রিটিশ বণিকরা প্রথম কোন দ্রব্যটির বাণিজ্য শুরু করে? নীল

22 এমনেশিয়া রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? স্মৃতিশক্তি

23 গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে

24 ‘মেঘদূতম’ কার লেখা? কালিদাস।

25 সিন্ধু সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন? পশুপতি শিব

26 ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? ওড়িশা।

27 ‘If I am Assassinated বইটি কার লেখা? জুলফিকর আলী ভুট্টো

2৪ ঐতিহাসিক স্থান ‘মেলুহা’ বলতে কি বোঝানো হ্য় ? সিন্ধু সভ্যতা

29 ধানসিঁড়ি কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র

3O ফাইলোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন  K

ভালো লাগলে শেয়ার করুন ,

ইউটিউবে আপনি যে ভিডিও টি দেখেছেন তার PDF ডাউনলোড           লিঙ্ক

যদি আপনি ইউটিউবে ভিডিও টি না দেখেন তো দেখে নিতে পারনে       লিঙ্ক  

 
 

 

 

Comments

comments

Leave a Comment