বাংলা = জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ৪ ও ৫ তারিখ সাথে কিছু বাংলা জিকে ডাউনলোড করে নিন ফ্রীতে

Hello, সবাই কেমন আছেন আশা করি সবাই কুশলে আছেন ,

সবার প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইটে  স্বাগত জানাই । এটি একটি সরকারি চাকরি পরীক্ষাথি যারা সরকারি চাকরির পরীক্ষা দিছেন তাদের কিছুটা সাহায়্যের জন্য এই ওয়েবসাইট । আশা রাখি এই ওয়েবসাইট থেকে আপনার কিছু হলেও উপকার পাবেন । তো আমার সকল বাঙালি ভাই বোনদের প্রতি নিবেদন যে আপনার যদি এই ওয়েবসাইটি ১ % যে কোন তথ্য ভালো লাগে তো  করে শেয়ার করতে ভুলবেন না । আপনাদের যদি কোন বই বা স্পেশাল কোন PDF দরকার হয় তো এই ওয়েবসাইট ভিজিট করুন লিঙ্ক  আজকের বাংলা জিকে

1 আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ। ইন্ডিয়া।

2 সাম্প্রতিক কালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে কোন শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আই টি

3 মুদ্রাস্ফীতি কি কারণে হ্য? ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে/অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস

4 ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমানে বৃহত্তম অবদান আসে? রত্ন ও অলংকারাদি থেকে।

5 ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? সারনাথ।

6 ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল? 1991 সালে

7 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? পঞ্চম পরিকল্পনা

৪ Debit Credit এই word গুলি কোন ভাষা থেকে নেওয়া হযেছে? ল্যাটিন

9 ‘Planned Economy for India’ বইয়ের লেখক? M Vishveshwaraiya

10 ২০১১ সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যা কোন রাজ্যে? সিকিম

11 কোন ব্যাঙ্ক কৃষকদের long term লোন দেয? ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক চেন্নাই 1929

12 ভারতের প্রথম ব্যাঙ্ক with limited liability managed by Indians? Oudh (Avadh) Commercial Bank 1881 (এর হেডকোয়ার্টার ফৈজাবাদ)

13 ভারতের প্রথম ব্যাঙ্ক Purely managed by Indians? পাঞ্জাব নাশনাল ব্যাঙ্ক (প্রতিষ্ঠিত হ্য19মে1894 লাহোর, পাকিস্তান)

14 Sales Tax Direct/indirect tax? Indirect

15 which industry is the largest? Textile

16 আবিদ হুসেন কমিটি কিসের সাথে যুক্ত? Small Industry

17 Iron Steel industry কত সালে চালু হ্য়? 1970 কুলটি west Bengal

18 Indian Economy কি রকমের? Mixed Economy

19 প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যােজনা কত সালে চালু হ্য় ? 25 Dec 2000

20 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল? দ্বিতীয়

21. সারণে সহায়ক গ্যাস কোনটি? অক্সিজেন

22. কোন মুঘল সম্রাট বন্দী অবস্থায় মারা যান? শাহজাহান

23. শেরশাহ কে কোথায় সমাধিস্থ করা হয়েছিল? বিহারের সাসারাম

24. সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রন সংখ্যা কটি? 2টি

25. নাইট্রিক আসিড অনেক দিন রেখে দিলে কি বর্ন হবে? হলুদ

26.পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? শিউলি

27. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ

2৪. বাবাবুদান পাহাড় কোন রাজ্যে আছে? কর্ণাটক ।

29. লোকসভায় এখন কটি স্ট্যান্ডিং কমিটি আছে? 16

30. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? ধূপগড়।

 

ইউটিউবে আপনি যে ভিডিও টি দেখেছেন তার PDF ডাউনলোড           লিঙ্ক

ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ,

যদি আপনি ইউটিউবে ভিডিও টি না দেখেন তো দেখে নিতে পারনে       লিঙ্ক 

 

 

Comments

comments

1 Comments

Leave a Comment