২০১৭ সেপ্টেবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা ফ্রী ডাউনলোড করুন

Hello, সবাই কেমন আছেন আশা করি সবাই কুশলে আছেন ,

সবার প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইটে  স্বাগত জানাই । এটি একটি সরকারি চাকরি পরীক্ষাথি যারা সরকারি চাকরির পরীক্ষা দিছেন তাদের কিছুটা সাহায়্যের জন্য এই ওয়েবসাইট । আশা রাখি এই ওয়েবসাইট থেকে আপনার কিছু হলেও উপকার পাবেন । তো আমার সকল বাঙালি ভাই বোনদের প্রতি নিবেদন যে আপনার যদি এই ওয়েবসাইটি ১ % যে কোন তথ্য ভালো লাগে তো  করে শেয়ার করতে ভুলবেন না । আপনাদের যদি কোন বই বা স্পেশাল কোন PDF দরকার হয় তো এই ওয়েবসাইট ভিজিট করুন লিঙ্ক 

প্রশ্ন:- বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসছিলো ?
উঃ পর্তুগীজরা।
প্রশ্ন:- পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে ?
উঃ ১৪৯৮ সালে।
প্রশ্ন:- ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে ?
উঃ ১৪৮৭ সালে।
প্রশ্ন:- পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে ?
উঃ ১৫৮০ সালে।
প্রশ্ন:- পর্তুগ্রীজদের পর কারা বানিজ্যের জন্য বাংলায় আসে?
উঃ ওলন্দাজরা।
প্রশ্ন:- ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী’ কারা, কবে গঠন করেন?
উঃ ওলন্দাজগণ, ১৬০২ সালে।
প্রশ্ন:- বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তৃগ্রীজ নাবিক?
উঃ পেড্রো আলভারেজ কাব্রাল।
প্রশ্ন:- ফরাসিরা কখন বাংলায় বানিজ্য করতে আগমন করে?
উঃ ১৬৬৮ সালে।
প্রশ্ন:- কোন সালে ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়?
উঃ ১৬৬৪ সালে।
প্রশ্ন:- কোন সালে ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়?
উঃ ১৬০০ সালে।
প্রশ্ন:- কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায়?
উঃ ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।

#ভারতের কয়েকজন বিখ্যাত শাসকদের রাজধানী-
আকবর ►ফতেপুর সিক্রি
শিবাজী ►রায়গড়
সমুদ্রগুপ্ত ►পাটলীপুত্র
অশোক ►পাটলীপুত্র
ধননন্দ ►পাটলীপুত্র
চন্দ্রগুপ্ত মৌর্য ►পাটলীপুত্র
কালাশোক ►পাটলীপুত্র
কনিষ্ক ►পুরুষপুর
শশাঙ্ক ►কর্ণসুবর্ণ
বিম্বিসার ►রাজগৃহ
অজাতশত্রু ►রাজগৃহ
দ্বিতীয় চন্দ্রগুপ্ত ►উজ্জয়িনী
মঃ বিন তুঘলক ►দিল্লি
রাজেন্দ্র চোল ►গঙ্গাইকোন্ড চোল
ফিরোজ শাহ ►বাহমনি
তৃতীয় পুলকেশী ►মান‍্যখেটার
লক্ষণ সেন ►লক্ষণাবতী
প্রথম সাতকর্ণী ►পৈঠান
দ্বিতীয় পুলকেশী ►বাদামি
সিরাজদৌল্লা ►মুর্শিদাবাদ
ঘটাক ►বলভি
শিশুনাগ ►বৈশালী
সোমেশ্বর ►কল্যাণী
যশোবর্মন ►মন্দাশোর
প্রথম পরান্তক ►তাঞ্জোর
প্রথম প্রবরসেন ►পুরীক
……………………

#‎গ্রন্থি_ও_হরমোন
১।গ্রন্থি : গ্রন্থি এক প্রকার রূপান্তরিত আবরণী কলা, যে কলার কোষসমূহ বিশেষ ধরনের রস নিঃসৃত করে।
২। গ্রন্থি ৩ প্রকার।যথা – (ক)অন্তঃক্ষরা গ্রন্থি
(খ)বহিঃক্ষরা গ্রন্থি ও
(গ)মিশ্র গ্রন্থি
৩।অন্তঃক্ষরা গ্রন্থি :
*হরমোন বা প্রাণরস তৈরি করে।
*হরমোন পরিবহনের জন্য কোন নালী নেই।
*ব্যাপন পক্রিয়ার মাধ্যমে হরমোন রক্তের প্রবাহে নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়।
*উদাহরণ – পিটুইটারি গ্রন্থি,থাইরয়েড গ্রন্থি,প্যারা-থাইরয়েড গ্রন্থি।
৪।বহিঃক্ষরা গ্রন্থি:
*হরমোন ব্যতীত অন্য রস নিঃসৃত করে।
*নালীর মাধ্যমে রস নিঃসরণ হয়।
*উদাহরণ -যকৃত,স্তন গ্রন্থি,ল্যাক্রিমাল গ্রন্থি,ঘর্ম গ্রন্থি।
৫।মিশ্র গ্রন্থি:
*অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য +বহিঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য =মিশ্র গ্রন্থির বৈশিষ্ট্য।
*উদাহরর- অগ্ন্যাশয়,শুক্রাশয়,ডিম্বাশয়।
৬।গ্রন্থিরাজ,রাজগ্রন্থি,প্রভুগ্রন্থি – পিটুইটারি গ্রন্থি।
৭। মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি – যকৃত।
৮।ইনসুলিন নিঃসৃত করে – অগ্ন্যাশয়(আইলেটস অব ল্যাঙারহেনস)।
৯।ইনসুলিন এক ধরনের হরমোন যা চিনির বিপাক নিয়ন্ত্রণ করে। এটি ১৯২২ সালে প্রথম জার্মানিতে আবিষ্কৃত হয়।এর অভাবে ডায়াবেটিস /বহুমূত্র রোগ হয়।
১০।ক্যালশিয়াম ও ফসফরাস বিপাকে সহায়তা করে – প্যারা-থাইরয়েড গ্রন্থি।
১১।জাগা-ঘুমানো নিয়ন্ত্রণ করে মেলাটোনিন হরমোন।
১২।ইনসুলিন নিঃসরণ বেড়ে গেলে বা গ্লুকোজের অভাব হলে – হাইপোগ্লাইসেমিয়া হয়।
১৩।ইনসুলিন নিঃসরণ কমে গেলে /গ্লুকোজ বেড়ে গেলে – হাইপারগ্লাইসেমিয়া /ডায়াবেটিস মেলাইটাস হয়।
১৪।বিপদকালীন হরমোন /ভয় পেলে লোম খাড়া হয় – অ্যাড্রেনালিন হরমোনের কারণে।
১৫।জীবনরক্ষাকারী হরমোন বলা হয় – অ্যালডোস্টেরন হরমোনকে।

 

ইউটিউবে আপনি যে ভিডিও টি দেখেছেন তার PDF ডাউনলোড           লিঙ্ক

ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ,

যদি আপনি ইউটিউবে ভিডিও টি না দেখেন তো দেখে নিতে পারনে       লিঙ্ক    

 

Comments

comments

Leave a Comment