Indian Constitution Bengali Gk |GK TIME|Part 6 [BANGLA GK ]FOR ALL EXAM

Hello, সবাই কেমন আছেন আশা করি সবাই কুশলে আছেন ,

সবার প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইটে  স্বাগত জানাই । এটি একটি সরকারি চাকরি পরীক্ষাথি যারা সরকারি চাকরির পরীক্ষা দিছেন তাদের কিছুটা সাহায়্যের জন্য এই ওয়েবসাইট । আশা রাখি এই ওয়েবসাইট থেকে আপনার কিছু হলেও উপকার পাবেন । তো আমার সকল বাঙালি ভাই বোনদের প্রতি নিবেদন যে আপনার যদি এই ওয়েবসাইটি ১ % যে কোন তথ্য ভালো লাগে তো  করে শেয়ার করতে ভুলবেন না । আপনাদের যদি কোন বই বা স্পেশাল কোন PDF দরকার হয় তো এই ওয়েবসাইট ভিজিট করুন লিঙ্ক 

1 ‘Good Year Trade’ কথাটি কোন শিল্পের সাথে যুক্ত? টায়ার ও টিউব

2 ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ কবে? 3 ডিসেম্বর

3 বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হ্য়? সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

4 শিখ ধর্মে ‘লঙ্গর পদ্ধতি কে প্রচলন করেন? গুরু অঙ্গদ দেব

5 ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে কটি কমিটি গঠিত হয়? 13টি

6 কলকাতা কর্পোরেশন Act কত সালে প্রথম রচিত হ্য? 1951

7 কাকে ত্রাসের নদী বলে? তিস্তা।

৪ কে ‘দেবসমাজ’ প্রতিষ্ঠা করেন? শিবনারায়ণ অগ্নিহোত্রী।

9 ভারতীয় আন্দোলনের জননী কাকে বলে? অ্যানি বেসান্ত

10 মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া

11 দেহতল কার রেচন অঙ্গ? হাইড্রা ।

12 কোন হরমােনের প্রভাবে BMR বৃদ্ধি হ্য় ? থাইরক্সিন

13 কোন হরমোন রক্তে শর্করার পরিমান কমায? ইনসুলিন

14 ডাবের জলে কোন হরমোন থাকে? সাইটোকাইনিন

15 IBA এর পুরো নাম? ইন্ডোল বিউটারিক এসিড

16 একটি প্রকল্পিত হরমোনের নাম? ফ্লোরিজেন।

17 টাপেটম লুসিভম কোথায় থাকে? বাঘের চোথে।

1৪ পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? -273K

19 সিলিকা থেকে কোন ধরনের রোগের সৃষ্টি হয? ডিসলেকসিয়া

20 কোন গ্রুপের রক্তে এন্টিবডি নেই? AB

21 ভারতের আত্মা বইটি কার লেখা? বিপিনচন্দ্র পাল

22 গুপ্তাব্দ কে প্রচলন করেন। প্রথম চন্দ্রগুপ্ত।

23 দাদু কে ছিলেন? ভক্তিবাদী মতবাদের প্রচারক।

24 শীলভদ্র কোন বিশ্ববিদ্যালযের অধ্যাপক ছিলেন? নালন্দা

25 প্রযাগে 5 বছর অন্তর হর্ষবর্ধন যে মেলার আয়োজন করতেন তার নাম? মহামো পরিষদ।

26 পতঞ্জলী কে ছিলেন? ব্যাকরণবিদ

27 বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন? অমিত্রঘাত।

2৪ কাশ্যপ মাতঙ্গ কে ছিলেন? বৌদ্ধ পন্ডিত

29 যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত।

30 শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন? নাগদশ

ইউটিউবে আপনি যে ভিডিও টি দেখেছেন তার PDF ডাউনলোড           লিঙ্ক

ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ,

যদি আপনি ইউটিউবে ভিডিও টি না দেখেন তো দেখে নিতে পারনে       লিঙ্ক 

 

Comments

comments

Leave a Comment