Tuesday, 21 November 2017

Important Bangla GK 2017 part 3 |GK TIME|



1. 15 আগষ্ট ভারত ছাড়া আর কোন কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে থাকে? কোরিয়া, কঙ্গো,       
2 কোন কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে থাকে না? নেদারল্যান্ড,পর্তুগাল,ইতালি এসব দেশ কোনো এক বিশেষ যুদ্ধের দিনকে স্মরণ করে লিবারেশন ডে পালন করে থাকে
3
লিপলিংস কাদের বলা হয়? যারা লিপ ইয়ার এর দিন অর্থাৎ 29 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন
4
নাইট্রোজেন এর পারমানবিক সংখ্যা? 7
5
শচীন টেন্ডুলকার এর নাম রাখা হয়েছিল একজন বিখ্যাত music composer এর নাম অনুসারে, তার নাম? সচিন দেব বর্মন

6 আন্টার্কটিকা মহাদেশে প্রথম পাড়ি দেন? আমুন্ডসেন
7
কোন বিখ্যাত হকি খেলোয়াড় গোল মেশিন/হকি কিং নামে পরিচিত? *সন্দীপ সিং*
8
জেমস বন্ড এর স্রষ্টা কে? ইয়ান ফ্লেমিং
9
কোন ভারতীয় ক্রিকেটার 'দি ওয়াল' নামে বিখ্যাত? রাহুল দ্রাবিড়
10
এখনো পর্যন্ত মোট কতজন ভারতীয় বংশোদ্ভূত লেখক ম্যান বুকার পুরস্কারে ভূষিত হয়েছেন? *4জন (সালমান রুশদি, অরুন্ধতী রায়, কিরণ দেশাই, অরবিন্দ অদিগা)*
11
কোন ধাতুর প্রভাবে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করতে পারে? সীসা
12
ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা? *140 ডেসিবেল*

13 সুষম আদর্শ খাদ্য কোনটি? *দুধ*
14 ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন এক প্রজাতির পাখি? *গোলাপি মাথাওয়ালা হাঁস*
15
কোভালাম বিচ কোন রাজ্যে অবস্থিত? *কেরালা*
16
শুটি জাতীয় উদ্ভিদ চাষ করলে মাটিতে কিসের পরিমান বৃদ্ধি পায়? *নাইট্রোজেন*
17
পানীয় জলের pH এর অনুমোদিত মান? *6.5-8.5*
18
মালথিয়ন কি? *কীটনাশক*
19
গাছের পাতার মৃদু মর্মর ধ্বনির মাত্রা? *10ডেসিবেল*
20
কোন প্রকারের ধানে আর্সেনিকের মাত্রা বেশি পাওয়া যায়? *বোরো ধান*
21
সম্প্রতি নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী সাউথ স্পেসিফিকের জলের নীচে খোঁজ পাওয়া গেলো তলিয়ে যাওয়া একটি দেশের তার নাম কি? *জিল্যান্ডিয়া*
22 '
ইন্ডিয়া কোয়েক' app কিসের সাথে যুক্ত? *ভূমিকম্প*

23 অজয় সিং,লবপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত? *ওয়েট লিফটিং*
24
ভারতের প্রথম কোন মেট্রো রেলওয়ে মোবাইল টিকিটিং ব্যাবস্থা চালু করলো? *মুম্বাই মেট্রো*
25 বিশ্ব হেপাটাইটিস দিবস? *28শে জুলাই*
26
রাজাজী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? *উত্তরাখন্ড*
27
আদিত্য পাটিল কোন খেলার সাথে যুক্ত? *দাবা*
28
ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? *ছত্রিশগড় (বিরল প্রজাতির বুনো মোষের জন্য বিখ্যাত)*
29
সহাদ্রি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? *মহারাষ্ট্র*
30
জোৎস্না চিনাপ্পা, দীপিকা পাল্লিকাল কোন খেলার সাথে যুক্ত? *স্কোয়াশ

এই ভিডিওটি ইউটিউবে দেকতে এইখানে ক্লিক করুন 



0 comments: