Tuesday, 10 October 2017

October 2017 1st week part 1 current affairs | IN BANGLA | GK TIME


৭৬। ২০১৭ ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় রাফায়েল নাদাল ফাইনালে কাকে পরাজিত করেছেন 
উঃ স্ট্যান ওয়ারিঙ্কাকে ।
৭৭। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালিত হল ?
উঃ ১২ই জুন ।
৭৮। AYUSH এর কটি শাখা খোলার কথা কেন্দ্র সরকার ঘোষণা করেছেন ?
উঃ ১০০ টি
৭৯। প্রয়াত পি গোবর্ধন রেড্ডি কোথাকার বিধায়ক ও লোকসভার সদস্য ছিলেন ?
উঃ অন্ধ্রপ্রদেশের ।
৮০। প্রয়াত মেহেরুন্নিসা দলুই কোন সমাজসেবা মূলক কাজের সাথে যুক্ত ছিলেন ?
উঃ মুসলিম মহিলাদের অধিকার রক্ষা ।
৮১। ৮ই জুন বিশ্ব মহাসাগর দিবসের থিম কি ছিল ?
উঃ আমাদের সমুদ্র , আমাদের ভবিষ্যৎ
৮২। সম্প্রতি আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ রাইফেল / পিস্তল প্রতিযোগিতায় দলগত বিভাগে কোন দুই ভারতীয় শুটার সোনার মেডেল পেয়েছেন ?
উঃ জিতু রাই এবং হিনা সিধু
৮৩। সম্প্রতি বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হল ?
উঃ ১৪ই জুন
৮৪। ' নাগ মিসাইল' এর পরীক্ষামূলক উৎক্ষেপণ কোন রাজ্য থেকে করা হয় ?
উঃ রাজস্থান
৮৫। সম্প্রতি পাঞ্জাব বিধানসভার ডেপুটি হিসাবে কে নিযুক্ত হলেন ?
উঃ আজীব সিং ভাট্টি
৮৬। ২০১৭ সালের ভুপেন হাজারিকা পুরস্কারে ভূষিত হলেন কে ?
উঃ জেশি দোর্জি থংগোশি
৮৭। ১৬ই জুন প্রয়াত হেল্মুট কোহল কোন দেশের চ্যান্সেলার হিসাবে নিযুক্ত ছিলেন ?
উঃ জার্মানির
৮৮। মহাত্মা গান্ধী দ্বারা স্থাপিত সবরমতী আশ্রমের শতবার্ষিকী উপলক্ষ্যে কোন ট্রেন চালু করলেন গুজরাট সরকার ?
উঃ আস্থা টুরিস্ট ট্রেন
৮৯। ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে ভারতের কিদাম্বি শ্রীকান্ত কাকে পরাজিত করেছেন ?
উঃ জাপানের কাজুমাসা সাকাইকে
৯০। ১৮ ই জুন প্রয়াত রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট কি নামে পরিচিত ?
উঃ স্বামী আত্মস্থানন্দ
৯১। সম্প্রতি কোন দেশ ভারতীয়দের জন্য অনলাইন ভিসা চালু করেছে ?
উঃ অস্ট্রেলিয়া
৯২। ইউএনএইচসিআর এর গ্লোবাল ট্রেন্ডস স্টাডি অনুযায়ী সারা বিশ্বে কত জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে
উঃ ৬ কোটি ৫৬ লক্ষ
৯৩। মাইকেল -এ'হেরান কে সম্প্রতি নাসা কোন সন্মানে ভূষিত করল ?
উঃ মরণোত্তর একশেপ্সহানাল পাবলিক সার্ভিস মেডেল
৯৪। ২০১৭ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল আর্লি কেরিয়ার অ্যাওয়ার্ড কোন কোন ভারতীয় পেলেন ?
উঃ কৌশিক চৌধুরি , পঙ্কজ লাল , মনীশ আরোরা , আরাধনা ত্রিপাঠী ।
৯৫। শাহরুখ খান সম্প্রতি
 এই ভিডিওটি ইউটিউবে দেকতে এইখানেক্লিক করুন


0 comments: