Current Affairs 2017 in BENGALI|GK TIME | November 3ND WEEK|GK TIME|



November 15, 2017
1. ছত্তিশগড়ের  রাজ্যের বাষ্টার অঞ্চলের  দান্তেওয়াড়াতে ভারতের প্রথম আদিবাসী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হল .
২. উড়িষ্যা ও পশ্চিম বঙ্গের পার্শ্ববর্তী অঞ্চল, তার নিজেদের মধ্যে যৌথ নিরাপত্তার  জন্য 'সাগর কাভক'(Sagar Kavach) নামে 630 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে বিদ্যমান উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও করা জন্য
. 15 তম এশিয়া প্যাসিফিক কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (এপিসিআরটি)( APCERT) সম্মেলন নিউ দিল্লীতে অনুষ্ঠিত হয়
. 10 ম দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সামিট (এসএইএস -017) নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হল, "দক্ষিণ এশিয়ায় সমবায় ও স্থায়ী উন্নয়নকে গভীরতর করার জন্য"
. সার্চ ইঞ্জিন গুগল, ডুডল কর্নেলিয়া সোরাবিজি(Cornelia Sorabji) 151 তম জন্মবার্ষিকী উদযাপিত ক্রল, ইনি প্রথম ভারতীয় মহিলা যিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা স্নাতক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যয়ন করার প্রথম নারী,ভারতের প্রথম মহিলা আইনজীবী  
6. কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয় জাতীয় বিদ্যুৎ পোর্টাল (এনপিপি)NPP চালু করেছে, ভারতের বিদ্যুৎ সেক্টরের কল্যাণ ও প্রচারের জন্য
November 16, 2017
1. মহাসড়কগুলির নিরাপত্তার হার হ্রাস এবং সবচেয়ে অনিরাপদ সড়কসমূহকে নির্মূল করার জন্য ভারত রাডার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (ইন্ডিয়াআরপি)                       ( IndiaRAP)চালু করল
2. রিজার্ভ ব্যাংকের গভর্নর উজ্জিত প্যাটেল Financial Stability Institute Advisory Board (FSAB) or Bank of International Settlement (BIS) নিযুক্ত হলেন
৩. কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় ২0১৮ সালের ডিসেম্বরে মধ্যে মানব বর্জ্য  নিষ্কাশনের বিনামূল্যে বায়ো-টয়লেট স্থাপনের 100% সমাপ্তির লক্ষ্যে অগ্রসর হয়েছে
. কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, প্রগতি ময়দান, নিউ দিল্লীতে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার হুনার হাট সংগঠিত করেছে
. ইন্ডিয়া - বাংলাদেশ Training Exercise SAMPRITI 2017 ভারতীয় ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহযোগিতার দিকগুলি জোরদার ও বিস্তৃত করার লক্ষ্যে এই অনুশীলনটি করা হয়েছিল
. চীনের গুয়াংঝুং প্রদেশের বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক মালবাহী জাহাজ চালু করেছে
. কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতায় ভারত ও বেলারুশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সুবিধার জন্য চুক্তি অনুমোদন করেছে
৮. কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্রের জওহরলাল নেহেরু বন্দরে (জেএনপিটি) ভারতের প্রথম মেগা উপকূলীয় অর্থনৈতিক অঞ্চল (সিইজেড) স্থাপন করার চেষ্টা করছে
November 17, 2017
1. ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু উদ্বোধন করেন উপজাতীয় উৎসব আদি মাহাতেশ, দিল্লিতে
2. কেন্দ্রীয় মন্ত্রীসভা বেসামরিক বিমান চলাচল সহযোগিতা উন্নয়নের জন্য ভারত পোল্যান্ডের মধ্যে সম্মতির স্বাক্ষর অনুমোদন করেছে
3. মধ্য প্রদেশে তাদের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার জন্য এক ভারত- শ্রেষ্ঠতম পরিকল্পনা অনুযায়ী নাগাল্যান্ড এবং মণিপুরের সাথে অংশীদারিত্ব হয়েছে
4. বিদ্যুৎ মন্ত্রণালয় উদ্বোধন Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana – ‘Saubhagya’ Web Portal
5. অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটি (সি.সি...) ছত্রভঙ্গ স্কীম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইসিডিএস) -এর অধীনে চারটি উপ-প্রকল্প অনুমোদন করেছে
November 18, 2017
1. আসামের সিলচারে প্রথম নামামি বারক উৎসব অনুষ্ঠিত হয়
2. কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ, গুডস অ্যান্ড সার্ভিস টাক্স (জিএসটি) শাসনের অধীনে একটি আধিপত্য মেনে চলা জাতীয় অ্যান্টি-লাভাইটিং অথরিটি (এনএএ) প্রতিষ্ঠা অনুমোদন করেছে যাতে করে গ্রাহকদের করের সুফল নিশ্চিত করতে পারে
3. স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনালয় সারা দেশে যক্ষ্মা রোগীর (টিবি) রোগীদের চিকিত্সার জন্য দৈনিক ডগ নিয়ন্ত্রন চালু করেছে
4. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা কেন্দ্র (SARTTAC) স্টাওয়ারিং কমিটির অন্তর্বর্তী সভা আয়জন করছে
৫. ন্যাশনাল এরিনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) যৌথ পোলার Satellite System-1 (JPSS-1) নামক একটি পরবর্তী প্রজন্মের উপগ্রহ চালু করেছে
November ২০, 2017
১. সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং (85) দেশের জন্য তাঁর নেতৃত্বে শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার নির্বাচিত হলেন
. 17 বছর পর ভারতের মনসী চিলার (0) 017 সালের জন্য মিস ওয়ার্ল্ড মুকুট খ্যাতি অর্জন করেন প্রিয়াঙ্কা চোপড়া ২000 সালে এই পুরস্কার লাভ করেন
. বিশ্বব্যাপী সনীতি মোকাবেলা করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 19 নভেম্বর বিশ্বব্যাপী ওয়ার্ল্ড টয়লেট দিবস দেখা যায়
. অভিনেতা-নাট্যকার গিরিশ কর্ণন (79) তাকে 2017 টা সাহিত্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হল
. জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিপি ২3) জার্মানির  বন, শহরে  অনুষ্ঠিত হবে এবং ফিজির সরকার কর্তৃক সভাপতিত্ব করেবেন
. বটনেটিকাল সার্ভে অব ইন্ডিয়া (বিএসআই) বিজ্ঞানীরা একটি নতুন প্রজাতি প্যারাসিটিক ফুলের উদ্ভিদকে গ্লাদোভিয়া কণিকাকিয়ানরাম নামে অভিহিত করেছেন
৭. ইন্টারন্যাশনাল কমিটি অফ মিলিশিয়াল মেডিসিনের 42 তম বিশ্ব কংগ্রেস (আইসিএমএম) নিউ দিল্লীতে অনুষ্ঠিত হয়
November 21, 2017
১. বিশ্ব মৎস্য দিবসটি প্রতিবছর ২1 নভেম্বর প্রতিবছর সারা পৃথিবীতে মাছধরা সম্প্রদায়ের দ্বারা মানবদরদের সমালোচনামূলক গুরুত্ব তুলে ধরতে উদযাপন করা হয়
2. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ (আইআইআরআর) -এর সাথে সহযোগিতায় হায়দরাবাদ ভিত্তিক সেলুলার এবং অণু বায়োলজি সেন্টার (সি.সি.বি.বি.) দ্বারা ইম্পরভ তৈরি করা হয়েছে
3. প্রথম ভারত-মায়ানমার দ্বিপাক্ষিক চুক্তি 2017 (আইএমবিএক্স 2017) মেঘালয় রাজ্যের উম্রোই যৌথ প্রশিক্ষণ নওয়ে যুগ্ম ওয়ারফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হবে
. 63 টি দেশের মধ্যে ভারত 51 তম স্থান পেয়েছে on the IMD Talent Rankings in terms of ability to attract,

. ন্যাশনাল এ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) সফলভাবে সুপারসনিক ল্যান্ডিং প্যারাশুট পরীক্ষা করেছে যা তার মঙ্গলের রোভারে নিয়োজিত হবে  
এই ভিডিওটি ইউটিউবে  দেকতে ক্লিক করুন 







Current Affairs 2017 in BENGALI|GK TIME | November 3ND WEEK|GK TIME| Current Affairs 2017 in BENGALI|GK TIME | November 3ND WEEK|GK TIME| Reviewed by Unknown on November 22, 2017 Rating: 5

No comments:

");

My Blog List

    Powered by Blogger.