
পশ্চিম মেদিনীপুর জেলা
পশ্চিম মেদিনীপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত মেদিনীপুর বিভাগের একটি জেলা। ২০০২ সালের ১লা জানুয়ারী বৃহত্তর অবিভক্ত মেদিনীপুর জেলাকে দুই ভাগে বিভক্ত করে এই জেলা প্রতিস্থাপিত হয়। এই জেলাতে চারটি মহকুমা রয়েছেঃ খড়গপুর, মেদিনীপুর সদর, ঝাড়গ্রাম এবং ঘাটাল।
ঐতিহাসিক মতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায় রাজা শশাঙ্কের রাজত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঐ সময়কালে তাম্রলিপ্ত সাম্রাজ্যের অংশ ছিল এই জেলার অনেকাংশ। ১০২১-১০২৩ খ্রিষ্টাব্দে রাজা রাজেন্দ্র ঢোলের আক্রমনের পর তাম্রলিপ্ত সাম্রাজ্যের পতন হয়। এরপর ১১৩৫ খ্রিষ্টাব্দে রাজা অনন্ত বর্মণ মেদিনীপুরের (তৎকালীন মিধুনপুর) দখল নেন। খ্রিষ্টীয় ১৩০০-১৫০০ শতাব্দীতে সারা বাংলায় মুসলিম সাম্রাজ্যের বিস্তার হলেও বিষ্ণুপুরের হিন্দু রাজা এবং জমিনদারেরা মেদিনীপুরের সুবিশাল অংশে হিন্দু সাম্রাজ্য ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। ১৫০০ শতাব্দীর শুরুতে মেদিনীপুর মুঘল সাম্রাজ্যের অধীনে চলে আসে। ১৬৮৭ খ্রিষ্টাব্দে জব চার্নক মেদিনীপুরের হিজলিতে আসেন। ১৭০০ শতাব্দীর মধ্যান্তরে মারাঠারা একাধিক বার মেদিনীপুরে আক্রমন ও লুঠতরাজ করে। ১৭৫২ খ্রিষ্টাব্দে পশ্চিম মেদিনীপুরের একাংশ মারাঠা সাম্রাজের অধীনে চলে যায়। এরপর ব্রিটিশ আমলে মেদিনীপুর একাধিক কৃষক বিদ্রোহ ও স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সাক্ষী থেকেছে।
আবহাওয়া ও জলবায়ু
পশ্চিম মেদিনীপুর জেলার আয়তন ৯২৯৫.২৮ বর্গ কিমি।এই জেলার আবহাওয়া চরমভাবাপন্ন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪৫ ডিগ্রি ও ১০ ডিগ্রি সেলসিয়াস। গড় বৃষ্টিপাতের পরিমান ১৫১৪ মিমি।
প্রশ্ন উত্তর
১. পশ্চিম মেদিনীপুর জেলার আয়তন = ৯৩৪৫ বর্গকিমি
২. পশ্চিম মেদিনীপুর জেলার জনসংখ্যা = ৫৯,৪৩,৩০০ জন, লিঙ্গ অনুপাত = ৯৬০/১০০০
৩. পশ্চিম মেদিনীপুর জেলার কেবে স্থাপিত হয় = ২০০২ সালে
৪. পশ্চিম মেদিনীপুর জেলার সীমানা উল্লখ কর = উত্তরে বাঁকুড়া, দক্ষিণে ওড়িশা, পূর্বে পূর্ব মেদিনীপুর ও বিহার,
৫. পশ্চিম মেদিনীপুর জেলার সাক্ষরতার হার কত = ৭৯.০৪ %
৭. পশ্চিম মেদিনীপুর জেলার সদর কোনটি= মেদিনীপুর
৮. পশ্চিম মেদিনীপুর জেলার সদর কোন নদীর তীরে অবস্থিত = কাঁসাই
৯. পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম পঞ্চায়েত কতগুলি = ২৯০টি
১০. পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম পঞ্চায়েত সমিতি কতগুলি = ২৯টি
১১. পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদ সংখ্যা = ১ টি
১২. পশ্চিম মেদিনীপুর জেলার বিধান সভার আসন সংখ্যা কত = ১৯ টি
১৩. পশ্চিম মেদিনীপুর জেলার লোকসভার আসন সংখ্যা কত = ৩ টি মেদিনীপুর, ঝাড়গ্রাম,ও ঘাটাল
১৪. পশ্চিম মেদিনীপুর জেলার মহাকুমা ও পুরসভা কয়টি = ৪টি , খড়গপুর, মেদিনীপুর সদর, ঝাড়গ্রাম এবং ঘাটাল। ৮ টি পুরসভা
১৫. পশ্চিম মেদিনীপুর জেলার কতগুলি থানা আছে - ২৭ টি থানা , ব্লক = ২৯ টি ব্লক
১৬. পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান প্রধান ফসলের নাম = ধান, পাট , মুহুয়া , শাল
১৭. পশ্চিম মেদিনীপুর জেলার মাটি কি রকম = ল্যাটেরাইত
১৮. পশ্চিম মেদিনীপুর জেলার একটি পাহারের নাম = বেলপাহারী
১৯. পশ্চিম মেদিনীপুর জেলার একটি খনিজ দ্রবের নাম কি = মাঙ্গানিজ , (বেলপাহারি)
২০. পশ্চিম মেদিনীপুর জেলার হলদিয়া কীসের জন্য বিখ্যাত = রেল কারখানা ( খড়গপুর ,কাঠির মাদুর , জাল তরি
২৩. পশ্চিম মেদিনীপুর জেলায় কি কি নদী আছে = কাসাই,শিলাই , সুবর্ণরেখা , দ্বারকেশ্বর
৩০. পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান = প্রাথমিক বিদ্যালয় ৪৬৮৭, মাধ্যমিক বিদ্যালয় ৩৪০ টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২১৫ টি, শিশু শিক্ষা কেন্দ্র ২৪৯৬ টি,medical college ১ টি, (মিডনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল) college ২৪ টি , বিশ্ব বিদ্যালয় – ১ টি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
পশ্চিম মেদিনীপুর জেলার দর্শনীয় স্থান
ঝাড়গ্রাম,চিল্কিগড়,বেলপাহাড়ি,গোপগড় হেরিটেজ পার্ক (মেদিনীপুর শহরের নিকটবর্তী),হাতিবাড়ি অরন্য ও পাখিরালয়,গুড়্গুড়িপাল হেরিটেজ পার্ক,গনগনি (গড়বেতা),রামেশ্বর মন্দির ও তপোবন (রোহিনীর নিকটবর্তী),প্রয়াগ ফিল্ম নগরী (চন্দ্রকোনা রোড)
বিখ্যাত ব্যাক্তিত্ব
ক্ষুদিরাম বসু,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,ব্যোমকেশ চক্রবর্তী,নরসিংহ মল্লদেব,মানবেন্দ্রনাথ রায়

0 comments: