Friday, 20 October 2017

Static GK Questions answers [INDIA][BANGLA GK ] |GK TIME |

সংবাদপত  ১৭৮০ সালের ২৯শে জানুয়ারী মি. জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় বেঙ্গল গেজেট নামে প্রথম সংবাদপত্র ছাপা হয়।
*বেতার  ১৯২৭ সালে বোম্বাই শহরে সর্বপ্রথম বেতার কেন্দ্র স্থাপিত হয়।
*দূরদর্শন   ১৯৫৯ সালের ১৫ই সেপ্টেম্বর দিল্লিতে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্রের উদ্বোধন হয়।
*সিনেমা * ১৮৯৬ সালে প্রথম নির্বাক চলচ্চিত্র দেখানো হয় বোম্বাই শহরে।
*ছাপাখানা * ১৭৭২ সালে মাদ্রাজে পর্তুগীজরা প্রথম ছাপার কাজ শুরু করেন। অবশ্য , ১৮০১ সালে অবিভক্ত বাংলার শ্রীরামপুরে কেরী , মার্সম্যান ও ওয়াটের প্রচেষ্টায় ছাপাখানা খোলা হয়।
*বিদ্যুৎ* ১৮৯৬ সালে দার্জিলিং -এ প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।
*ডাকটিকিট ১৮৫২ সালে ভারতবর্ষের সিন্ধু প্রদেশে প্রথম ডাকটিকিট চালু হয় , অবশ্য ১৮৫৪ সাল থেকে ডাকটিকিট সারা ভারতবর্ষে চালু করা হয়।
*রেলগাড়ি ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল ভারতে প্রথম রেলগাড়ি চলে বোম্বাই থেকে কল্যাণ পর্যন্ত।
*বৈদ্যুতিক রেলগাড়ি ১৯২৫ সালে বোম্বাই থেকে কুরলা পর্যন্ত সর্বপ্রথম বৈদ্যুতিক রেলগাড়ির প্রচলন হয়।
*টেলিফোন ১৮৮১ সালে কলকাতাতে প্রথম টেলিফোন চালু করা হয়।
*বিমানবাহী ডাক ১৯১১ সালে এলাহাবাদ থেকে নৈনী পর্যন্ত বিমানযোগে ডাকের প্রচলন হয়।
*ফুটবল ১৮০২ সালে বোম্বাই-এ প্রথম মিলিটারী ও বোম্বাই আইল্যান্ড দুই দলের মধ্যে ফুটবল খেলা হয়।
*ক্রিকেট ১৭৯৩ সালে কলকাতায় প্রথম ক্রিকেট খেলার সূত্রপাত হয়।
*কৃত্রিম উপগ্রহ ১৯৭৫ সালে ভারতে সর্বপ্রথম রাশিয়ান রকেটের সাহায্যে ভারতের তৈরি *আর্যভট্ট* নামের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।
*আনবিক বোমা বিস্ফোরণ ১৯৭৪ সালে ১৮ই মে রাজস্থানের মরু অঞ্চলে ভারতের প্রথম আণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এই ভিডিওটি ইউটিউবে দেকতে এইখানেক্লিক করুন 





0 comments: